নিজস্ব সংবাদদাতা : “অনেকেই জিততে পারবে না। তাই পাল্টাবার চেষ্টা করছে। ফিল্মস্টার দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” — উলুবেড়িয়ায় এসে এভাবেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা সম্পর্কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
শুক্রবার উলুবেড়িয়ার মনসাতলায় হাওড়া গ্রামীণ জেলা বিজেপির প্রধান কার্যালয়ে আসেন দিলীপ ঘোষ। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “বোঝার বিষয় আছে, যারা এতদিন ধরে দলের কাজ করলো তারা বাদ কেন? কেন ফিল্মস্টার দিয়ে চাপা দিতে হচ্ছে? মানুষের মনকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।”
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী ভবানীপুরে জিততে পারবেন না জেনে গেছেন। তাই জায়গা বদল করছেন।”
আগামী ৯ তারিখের আগে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়ে যাবে বলে তিনি জানান। এদিন দিলীপ ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী মাফুজা খাতুন, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল সহ অন্যান্যরা।