হাওড়া গ্রামীণে সংখ্যালঘু প্রার্থী নেই কেন! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ তৃণমূল কর্মীর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার দুপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনে এরাজ্যে তৃণমূলের হয়ে মোট ৪২ জন সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা গেছে।

কিন্তু, হাওড়া গ্রামীণ জেলায় কেন একজন সংখ্যালঘুকেও প্রার্থী করা হলনা সেই প্রশ্নই তুলেই এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেল তৃণমূল কর্মীকে। গতবার উপনির্বাচনে তৃণমূলের টিকিটে উলুবেড়িয়া পূর্বে ইদ্রিস আলি জয়লাভ করেন।

কিন্তু, এবার তাঁকে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে। তাঁর পরিবর্তে টিকিট দেওয়া হয়েছে প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে। উল্লেখ্য, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে দীর্ঘদিন ধরে আব্বাসউদ্দীন খানকে প্রার্থী করার জোরালো দাবি উঠেছিল। সেই দাবি না মানাতেই এই ক্ষোভ বলে মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, হাওড়া জেলায় কেবলমাত্র পাঁচলায় তৃণমূল কংগ্রেসের তরফে সংখ্যালঘু প্রার্থী দেওয়া হয়েছে। জানা গেছে, এই আসনটি তৃণমূল কংগ্রেসের হাওড়া (সদর) সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত।