নিজস্ব সংবাদদাতা : ফের বন্যপ্রাণ সচেতনতার নিদর্শন রাখলেন হাওড়ার প্রত্যন্ত গ্রামের যুবকরা। মাছ ধরার জালে আটকে যাওয়া বিশালাকৃতির একটি চন্দ্রবোড়া সাপকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন এলাকার যুবকরা। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের গুমগড়ে।
সূত্রের খবর, বুধবার গুমগড়ে একটি মাছ ধরার জালে বিশালাকৃতির চন্দ্রবোড়া সাপ আটকে যায়। এই খবর পান এলাকার যুবক শিক্ষক সঞ্জীব দাস ও অপু বাগ। তাঁরা সাপটিকে বাঁচাতে উদ্যোগী হন। পরিবেশকর্মী শিক্ষক কুমারকৃষ্ণ মুখোপাধ্যায়ের মাধ্যমে খবর দেওয়া হয় বন দপ্তরে। ঘটনাস্থলে আসে বনকর্মীরা। বন দপ্তরের কর্মীরা সাপটিকে উদ্ধার করেছেন বলে জানা গেছে।