কমছে সংক্রমণ! উলুবেড়িয়া পৌর এলাকায় আংশিক লকডাউন প্রত্যাহার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার বিভিন্ন ব্লকের পাশাপাশি উলুবেড়িয়া পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বেশ কিছুদিন ধরে উলুবেড়িয়া পুর এলাকায় আংশিক লকডাউন চলছিল। দুপুর ১২ টা’র পর থেকে বাজার-দোকানপাট বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছিল। দীর্ঘ প্রায় একমাস ধরে আংশিক লকডাউনের পর উলুবেড়িয়া পুর এলাকায় সংক্রমণের হার কমায় ও সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় আগামী ২ রা সেপ্টেম্বর অব্ধি আংশিক লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিল প্রশাসন। গতকাল উলুবেড়িয়া পৌরসভায় উচ্চপর্যায়ের একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক ইদ্রিস আলি, পুরবোর্ডের প্রশাসক সহ অভয় দাস সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। পুরসভা সূত্রে খবর, আগামী ২ রা সেপ্টেম্বর আবার বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।