শারীরিকভাবে বিশেষ সক্ষমদের নিয়ে কাজ, রাজ্য সম্মান পেতে চলেছেন উলুবেড়িয়ার জন মেরি বাড়ুই

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শারীরিকভাবে বিশেষ সক্ষম কিশোর-কিশোরীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে উলুবেড়িয়ার কাঠিলার আশা ভবন সেন্টার। শারীরিক বিশেষ সক্ষমদের নিয়ে কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এবার রাজ্য সরকারের তরফে রাজ্য সম্মান পেতে চলেছেন আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বাড়ুই। ৩ রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। এই দিনেই রাজ্য সরকারের তরফে রাজ্যের বেশ কিছু মানুষকে শারীরিকভাবে বিশেষ সক্ষমদের নিয়ে কাজের জন্য বিশেষ সম্মানে সম্মান জানানো হবে। সেই তালিকাতেই নাম রয়েছে জন মেরি বাড়ুইয়ের। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

জানা গেছে, ৩ রা ডিসেম্বর সল্টলেকে এই পুরস্কার তুলে দেওয়া হবে। জন মেরি বাড়ুই বলেন,”আমি দীর্ঘ ২২ বছর ধরে এই কাজে যুক্ত আছি। আজীবন এই কাজ চালিয়ে যেতে চাই।” তাঁর পাশাপাশি আশা ভবন সেন্টারের দু’ই আবাসিক পুতুল মাইতি, জাহিরা খাতুন ও উলুবেড়িয়ার আনন্দভবন ডিফ এন্ড ব্লাইন্ড স্কুলকেও এই সম্মানে সম্মানিত করা হবে বলে জানা গেছে।