উলুবেড়িয়ার গ্রামে ছুরিকাহত যুবক, প্রতিবাদে অভিযুক্তের বাড়ি ভাঙচুর, চাঞ্চল্য

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ঝামেলা থামাতে গিয়ে ছুরিকাহত যুবক। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের বৃন্দাবনপুর নুরুল্লাপাড়া এলাকায়। জানা গেছে, আহত যুবকের নাম অমিত পাঁজা। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে পিকনিকের পর রাস্তায় তিনচাকা গাড়ি দাঁড়িয়ে করিয়ে বক্স তুলছিলেন অমিতের ভাইপো রোহিত পাঁজা। অভিযোগ, সেই সময় রোহিতকে সরে যেতে বলে অসীম রায়, তাপস রায় ও সমীর হালদার। তা নিয়ে বচসা শুরু হলে কোনোরকমে স্থানীয় একটি ক্লাবের সদস্যদের মধ্যস্ততায় বিষয়টি তৎক্ষনাৎ মিটে যায়। অভিযোগ, রাতে হঠাৎই রোহিতের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতিরা। ঝামেলা থামাতে এসে বাড়ি থেকে বেরিয়ে আসেন রোহিতের কাকা বছর আঠাশের অমিত পাঁজা। অভিযোগ, ঝামেলা থামাতে গেলে হঠাৎই অমিতের পেটে ছুড়ি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। ছুরিকাহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে পিজিতে স্থানান্তরিত করেন। এদিকে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর চালায় এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ।