গ্রামীণ হাওড়ায় রক্তের সংকট মেটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করল তৃণমূলের যুব কর্মীরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দেশের পাশাপাশি এরাজ্যেও ক্রমে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই ভয়াল পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে।

এরকমই এক সংকটময় মুহুর্তে থ্যালাসেমিয়া আক্রান্ত ও মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে মানবিক উদ্যোগ গ্রহণ করল হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেস পরিবার।

সংগঠনের সভাপতি সুকান্ত পাল বলেন, “এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের পাশে থাকার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে গতকাল রাতেই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয় যে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে গিয়ে সংগঠনের সদস্যরা মুমূর্ষু রোগীদের স্বার্থে রক্তদান করবেন।

“প্রতিদিন ৪-৫ জন করে সদস্য রক্তদান করবেন বলে তিনি জানান।প্রথম দিনই কর্মীদের তরফে বেশ ভালো সারা মিলেছে বলে জানা গেছে।রক্তের ঘাটতি মেটাতে গ্রামীণ হাওড়ার তৃণমূলের যুব কর্মীদের এই উদ্যোগ জারি থাকবে।