অবশেষে নিরাপদ আশ্রয়ে হাওড়ার দাপিয়ে বেড়ানো হাতি দুটি

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : দুই দিন ধরে হাওড়া জেলার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়ানো হাতি দুটিকে অবশেষে উদ্ধার করে পাঠানো হলো নিরাপদ আশ্রয়ে। গত সোমবার হাওড়ার দ্বীপাঞ্চল ভাটোরা দাপিয়ে মঙ্গলবার জগৎবল্লভপুরের কোলেপাড়ায় আশ্রয় নিয়েছিল ২ দাঁতাল। নিরাপত্তার কারণে মঙ্গলবার দুপুরে হাতি দুটিকে না তাড়িয়ে ঘুমপাড়ানি গুলি করার সিদ্ধান্ত নিয়েছিলেন বন দফতরের কর্তারা। সেই মতো হাতি দুটিকে মঙ্গলবার গুলি করার পরেই তারা দৌঁড়ে ঢুকে যায় গ্রামের অনেকটা ভিতরে। সেখানেই ধীরে ধীরে তারা নিস্তেজ হয়ে পড়ে। সেই জায়গা থেকে হাতি দুটিকে ক্রেনের সাহায্যে বের করে প্রধান রাস্তায় দাঁড় করানো লরিতে তোলা সম্ভব নয় বুঝে শুরু হয় রাস্তা তৈরীর কাজ। প্রায় সারা রাত ধরে রাস্তা তৈরীর পর বুধবার সকালে ক্রেনের সাহায্যে দুটি লরিতে তোলা হয় দুই দাঁতালকে। বন দফতরের হাওড়া বিভাগীয় আধিকারিক সোমনাথ সরকার বলেন হাতি দুটিকে উদ্ধার করতে ১টি ক্রেন, ২ টি জে সি বি ও ২ টি ট্রাক্টর ব্যবহার করা হয়েছে। হাতি দুটিকে উদ্ধারের পর পুরুলিয়া জেলার বান্দোয়ানে পাঠানো হচ্ছে। তিনি আরো বলেন হাতি দুটি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

Leave a Comment