উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বদলের দাবি তুললো তৃনমূলের‌ই একাংশ

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদাতা : উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে বসিরহাটের বিদায়ী সাংসদ ইদ্রিস আলীর নাম ঘোষণা করেছেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই শুক্রবার বিকালে প্রার্থী পরিবর্তনের দাবিতে জনসভা করলো তৃনমূলের একাংশ। শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া কলেজের সামনে একটি জনসভা থেকে উঠলো এই দাবি। উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান আব্বাস‌উদ্দিন খানের নেতৃত্বে এই সভায় উপস্থিত ছিলেন পুরসভার কাউন্সিলর ইনামুর রহমান সহ বেশ কয়েকজন কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য ও হাজার দুয়েক কর্মী সমর্থক। আব্বাস‌উদ্দিন খান বলেন আমরা দলের বিরুদ্ধে নয়। দল ছেড়ে অন্য দলে যাওয়ার কোনো প্রশ্নই নেই। দলনেত্রী যাকে প্রার্থী ঘোষণা করেছেন তাকে আমরা মেনে‌ নিলেও, হাজার হাজার কর্মী সমর্থকদের দাবি মতো প্রার্থী পরিবর্তনের বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানাচ্ছি। তার অভিযোগ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের নেতৃত্ব,সাধারণ কর্মীদের স্থানীয় প্রার্থীর দাবি শীর্ষ নেতৃত্বেকে না জানানোর জন্যই বহিরাগত প্রার্থী করা হয়েছে। পাশাপাশি তার অভিযোগ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের নেতৃত্বের অকর্মন্যতার জন্য গত উলুবেড়িয়া‌ লোকসভার উপনির্বাচনে পুরসভার ৩২ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডে দল পিছিয়ে রয়েছে। তাদের দাবি অবিলম্বে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের নেতৃত্ব পরিবর্তন করতে হবে। এক‌ই দিনে প্রার্থী ইদ্রিস আলীকে নিয়ে একটি কর্মীসভায় হাওড়া গ্রামীন জেলার তৃণমূল সভাপতি পুলক রায়, দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন দলের সভাপতি কোনো সভা ডাকলে সেখানেই আপনারা যাবেন। অন্য কেউ কোনো সভা ডাকলে কর্মীদের সেখানে যেতে নিষেধ করেন তিনি।

Leave a Comment