উলুবেড়িয়ায় গঙ্গা পূজন

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ বিরশিবপুর শাখার পরিচালনায় পালিত হল অখন্ড ভারতীয় যোজনা স্বরুপ নদী বিষয়ক ভবেষনা অনুসন্ধান পূর্বক কার্যক্রম ” গঙ্গা পূজন‌ সমারোহ”। উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে শুরু হওয়া এই পদযাত্রা উলুবেড়িয়া শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে পৌঁছায় উলুবেড়িয়া কালিবাড়ি সংলগ্ন গঙ্গার ঘাটে। সেখানেই এই অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। নারী, পুরুষ ও শিশু সহ এই প্রায় ৩৫০ জন অংশগ্রহণ করেছিলেন এই শোভাযাত্রায়। গঙ্গাকে দূষণ মুক্ত রাখার সচেতনতা বৃদ্ধির করার উদ্দেশ্যে এই ভাব সঙ্গীত, গান, আবৃত্তি, নৃত্যে ও গঙ্গা আরতির আয়োজন করা হয়। রাষ্ট্র গীত বন্দেমাতরম এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপন করা হয়। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সম্পাদিকা অর্পিত দত্ত (ভক্তা) ও সংগঠনের বিরশিবপুর শাখার সদস্য ও সদস্যা বৃন্দ।

Leave a Comment