গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাগনান থানার গোবর্ধনপুরে

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাগনান থানার গোবর্ধনপুরে। মৃতার নাম জয়শ্রী মান্না (২০)। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে দাবি করেছেন মৃতার বাড়ির লোকেরা। এক বছর আগে বাগনান থানার গোবর্ধনপুরের বাসিন্দা শুভঙ্কর মান্নার সঙ্গে জোকা গ্রামের বাসিন্দা জয়শ্রীর বিবাহ হয় বলে জানা গিয়েছে। মৃতার জাঠতুতো দাদা গৌতম ধাড়া অভিযোগ করেন গত রবিবার জয়শ্রী তাদের ফোন করে জানিয়েছিল যে টাকার জন্য শ্বশুরবাড়ির লোকেরা তার উপর অত্যাচার করছে। এরপর সোমবার এক অপরিচিত মোবাইল ফোন থেকে তাঁদের বাড়িতে জয়শ্রীর শরীর খারাপের খবর দেওয়া হয়। তাকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ফোনে জানানো হয়। গৌতমবাবুরা বাগনান গ্রামীণ হাসপাতালে গিয়ে জয়শ্রীর মৃতদেহ দেখতে পায়। সেখানে জয়শ্রীর শ্বশুরবাড়ির কাউকে দেখা যায়নি। গৌতমবাবুর অভিযোগ তাঁর বোনের মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে তার শ্বশুরবাড়ির লোকেরা পালিয়ে গিয়েছে। তিনি মঙ্গলবার বাগনান থানায় এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। তাঁর বোনকে শ্বশুরবাড়ির লোকজন অতিরিক্ত পণের জন্য নির্যাতন করতো বলে তিনি দাবি করেন। পুলিশ এই বিষয়ে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে, তবে অভিযুক্তদের কেউ এখনও পর্যন্ত ধরা পড়েনি।

Leave a Comment