তৃনমূলের কার্যালয়ে ভাঙচুর করে দলীয় পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : তৃনমূলের কার্যালয়ে ভাঙচুর করে কার্যালয়ের বাইরে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। উদয়নারায়নপুরের সিংটি এলাকার জোকা কুমীরমোড়া এলাকার ঘটনা। জানা গিয়েছে এই এলাকায় বেলা ১১ টা নাগাদ একটি বিজয় মিছিল বের করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। অভিযোগ সেই বিজয় মিছিল থেকেই হামলা চালানো হয় তৃনমূলের দলীয় কার্যালয়ে। ভেঙে দেওয়া হয় কার্যালয়ের সমস্ত চেয়ার, টেবিল ভাঙা হয় কার্যালয়ের টিভিটিও। পাশাপাশি কার্যালয়ের বাইরে টাঙিয়ে দেওয়া হয় বিজেপির দলীয় পতাকা।

ঘটনা প্রসঙ্গে জানতে গিয়ে উদয়নারায়নপুরের তৃনমূল বিধায়ক সমীর পাঁজা বলেন বি জে পি র হার্মাদরা এই কান্ড ঘটিয়েছে।ঘটনার সময় আমাদের কার্যালয়টি বন্ধ ছিল। বিজেপি আশ্রিত দূস্কৃতিরা বিজয় মিছিলের শেষে কার্যালয়ের দরজা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর করার পাশাপাশি কার্যালয়ের বাইরে বিজেপির পতাকা লাগিয়ে দেয়। তিনি আরো বলেন স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। রাজনৈতিক ভাবে আমরা এর মোকাবিলা করবো। সমস্ত অভিযোগ অস্বীকার করে হাওড়া গ্রামীণ জেলার বিজেপির সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল বলেন পুলিশকে জানিয়ে সুশৃঙ্খল ভাবে বিজেপি কর্মীরা বিজয় মিছিল করছিল। তৃনমূলের এই কার্যালয় থেকে আমাদের কর্মীদের উদ্দেশ্যে কটুক্তি করে তৃনমূলের লোকজন। এই ঘটনা তার‌ই বিপরীত প্রতিক্রিয়া। তার দাবি গ্রামবাসীরা এই ঘটনা ঘটিয়েছে। কার্যালয়ের বাইরে বিজেপির পতাকা লাগানো প্রসঙ্গে তিনি বলেন অন্য কোনো দলের কার্যালয় দখল করা বিজেপির সংস্কৃতি নয়। দল এটা সমর্থন করেনা। তৃনমূলের সন্ত্রাসের ফলে অতিষ্ঠ হয়ে সাধারণ গ্রামবাসীরাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।তার সাথে আমাদের দুই একজন অতি উৎসাহী কর্মী থাকলেও থাকতে পারে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

Leave a Comment