তৃনমূলের বুথ সভাপতি সহ তিন সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : তৃনমূলের বুথ সভাপতি সহ তিন তৃনমূল সমর্থকের বাড়িতে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। জয়পুর থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জয়পুর থানা এলাকার থলিয়ার ভাতেগড়ি এলাকায়। অভিযোগ রবিবার এলাকায় বিজেপির বিজয় মিছিলের পর ভাতেগড়ির ৪ নং বুথের তৃনমূল সভাপতি নিরাঞ্জন হাইত সহ তিন তৃনমূল সমর্থকের বাড়িতে হামলা চালায় বিজেপির লোকজন। বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে এক প্রতিবন্ধী মহিলা সহ পরিবারের লোকজনদের মারধরের পাশাপাশি ভাঙচুর চালায় তারা। মোট তিন তৃনমূল সমর্থকের বাড়িতে ভাঙচুরের পর তারা সেখান থেকে চলে যায়। আমতা ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল বলেন সদ্য সমাপ্ত ভোটে সব জায়গা থেকেই লিড পেয়েছে তৃনমূল। বিজেপি পায়ের তলার মাটি হারিয়ে এলাকায় উত্তেজনা তৈরি করার উদ্দেশ্যে সন্ত্রাস চালাচ্ছে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে তিনি আবেদন জানান। সমস্ত অভিযোগ অস্বীকার করে হাওড়া গ্রামীণ জেলার বিজেপির সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল বলেন এর মধ্যে কোন রাজনীতির বিষয় নেই। সম্পূর্ণ গ্রাম্য বিবাদ। তৃনমূল দিশাহীন হয়ে এর মধ্যে রাজনীতির রঙ লাগাচ্ছে। জয়পুর থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ।

Leave a Comment