নিজস্ব সংবাদদাতা : ভরা কোটালের জেরে ফুলে ফেঁপে উঠেছে সমুদ্র।প্রবল জলোচ্ছ্বাস দিঘায় । পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা জামড়া, শ্যামপুর,তাজপুরে বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে গ্রামে।এর ফলে সমুদ্র সৈকতে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।সেই কারণেই শনিবার সকাল থেকে মাইকে করে সমুদ্র সৈকতে প্রচার শুরু করেছে দিঘা থানার পুলিশ। পর্যটকদের সমু্দ্রে নামতে নিষেধ করা হয়েছে।শুধু তাই নয়, মৎস্যজীবীরাও এখন যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে না যান সেজন্যে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। অন্যদিকে যারা এই মুহূর্তে মাছ ধরতে গিয়েছেন তাঁদেরও দ্রুত নিরাপদে ফিরে আসার কথা বলা হয়েছে।
দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, মন খারাপ পর্যটকদের
Updated on: