পাঁচলার হোম থেকে পালিয়ে গেলো ২১ জন আবাসিক, উদ্ধার ১৭

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : হোম থেকে পালিয়ে গেলো ২১ জন আবাসিক নাবালক। পুলিশ ১৭ জনকে উদ্ধার করলেও খোঁজ পাওয়া যায়নি ৪ জনের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ পাঁচলা থানা এলাকার মালিপুকুরের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত হোমে। জানা গেছে রাত আড়াইটা নাগাদ হোমের জানালা ভেঙে, পাঁচিল টপকে পালিয়ে যায় ২১ জন নাবালক আবাসিক। কিছুক্ষণের মধ্যেই ঘটনাটি হোম কর্তৃপক্ষের নজরে এলে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পাঁচলা থানায়। পাঁচলা থানার পুলিশ সাথে সাথেই তল্লাশি শুরু করলে, হোমের আশপাশের রাস্তা থেকে উদ্ধার হয় ১৭ জন আবাসিক। যদিও ৪ জন আবাসিকের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সুত্রে জানা গেছে এরা সকলেই ভবঘুরে। এদের কে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে এর আগেও কয়েকবার এই হোম থেকে আবাসিক পালানোর ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন গত ২৪ শে সেপ্টেম্বরেও হোম থেকে পালিয়ে গিয়েছিল ৬ জন আবাসিক। নিরাপত্তার গাফিলতির কারণেই বারবার এই ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

Leave a Comment