বাগনানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডেপুটেশন দিলো অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকরা

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : অকাল বর্ষনে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ৠন দীর্ঘমেয়াদি করা,চাষের জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋন দিতে হবে এহেন দাবী নিয়ে বুধবার বাগনানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডেপুটেশন দিলো ক্ষতিগ্রস্ত কৃষকরা।বাগনান গ্রামীণ কৃষি কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় অকাল বর্ষনে ক্ষতিগ্রস্ত কৃষকরা এদিন ডেপুটেশনে সামিল হলেন।উল্লেখ্য গত কয়েকদিনের অকাল বর্ষনে বাগনানের বিস্তীর্ণ অংশের সবজি ও ফুল চাষীরা ক্ষতিগ্রস্ত হন।বাগনানের গোপালপুর মৌজায় টম্যাটো চাষীরা ব্যাপক ভাবে ক্ষতির মুখে পড়েন।

পাশাপাশি বাগনানের ফুল চাষীরাও ক্ষতিগ্রস্ত হন। বেশির ভাগ চাষীই কৃষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋন নিয়ে এই সব চাষ করে থাকেন।অকাল বর্ষনের জেরে বাগনান ১ ও ২ নং ব্লকের বিস্তীর্ণ এলাকার কৃষকদের ফসল মাঠে জল জমে যাওয়ার কারনে নষ্ট হয়ে যায়। সে সকল ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থে বেশ কয়েকটি দাবী নিয়ে বাগনান গ্রামীণ কৃষি কল্যাণ সমিতি ডেপুটেশনে সামিল হলো।এদিন বাগনানের গোপালপুরের টম্যাটো চাষি সোমনাথ বেজ,সূর্যমুখী ফুল চাষী মোস্তাফা বেগ,খাতেমুননেশা। গাঁদা ফুল চাষী নন্দ বিশ্বাসরা তাদের জলে নষ্ট হয়ে যাওয়া সবজি ও ফুল নিয়ে এসে ব্যাঙ্কের সামনে জড়ো হন। এ বিষয়ে কৃষি কল্যাণ সমিতির সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন আমাদের বেশ কিছু দাবি সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার মেনে নিয়েছেন।

Leave a Comment