হাসপাতালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল শ্যামপুরের স্বস্তিক

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। স্কুলের শিক্ষক ও পরিদর্শকের সাহায্যে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হলো হাসপাতালে। শ্যামপুরের নহলা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিকের গনিত পরীক্ষা। জানা গেছে পরীক্ষা হলে ঢোকার মুখে হটাৎই অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায় শশাটি নহলা কাঁঠালদহ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিঞ্জান বিভাগের ছাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী স্বস্তিক মিশ্র। পড়ে যাওয়ার ফলে হাতে আঘাত পায় এই ছাত্র। সাথে সাথেই স্কুলের শিক্ষকদের তৎপরতায় ডেকে নিয়ে আসা হয় এক স্থানীয় চিকিৎসককে। প্রাথমিক চিকিৎসার পর অসুস্থ ছাত্রকে হাসপাতালে নিয়ে যা‌ওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। এরপরেই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ঝুমঝুমি ব্লক হাসপাতালে। সেখানেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক। হাসপাতালের বিছানায় বসে অবশ্য নির্বিঘ্নেই পরীক্ষা দেয় স্বস্তিক। পরীক্ষাও ভালো হয়েছে বলেও সে জানায়। স্বস্তিকের কাকা শঙ্কু মিশ্র জানান পরীক্ষা হলে ঢোকার মুখে ভাইপো মাথা ঘুরে পড়ে যা‌ওয়ায়, পরিবারের সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম হয়তো পরীক্ষা দেওয়াই হবেনা স্বস্তিকের। স্কুলের শিক্ষক ও পরিদর্শকের তৎপরতায় শেষ পর্যন্ত হাসপাতালে বসে পরীক্ষা দিতে পারায় আমরা সকলেই খুব খুশি। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক কে ধন্যবাদ জানান স্বস্তিকের পরিবার। অন্যদিকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে বসে একাদশ শ্রেণীর পরীক্ষা দিল এক ছাত্রী। জানা গেছে সোমবার রাতে হঠাৎ বুকে ব্যাথা শুরু হয় রাজাপুর থানা এলাকার খলিশানি জাতীয় বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী মুস্কান খাতুনের। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। মঙ্গলবার হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগের বেডে তার পরীক্ষার ব্যাবস্থা করেন স্কুল কর্তৃপক্ষ। সেখানে বসেই পরীক্ষা দেয় এই ছাত্র।

Leave a Comment