উলুবেড়িয়া পশ্চিম রেল কেবিনের কাছে লেভেল ক্রসিংয়ে লাইনের উপর বিকল পন্যবাহী লরি

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদাতা : লেভেল ক্রসিংয়ে রেললাইনের উপর বিকল পন্যবাহী লরি। ডাউন ও মিডল লাইনে‌ প্রায় ১ ঘন্টা ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে ক্রেনের সাহায্যে লরিটিকে সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টে নাগাদ দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার উলুবেড়িয়া পশ্চিম কেবিনের কাছে। জানা গেছে একটি উলুবেড়িয়া মুখী পন্যবাহী লরি লেভেল ক্রসিং দিয়ে রেল লাইন পার হ‌ওয়ার সময় এক্সেল ভেঙে ডাউন ও মিডল লাইনের উপর বিকল হয়ে পড়ে। ফলত ব্যাহত হয় এই দুই লাইনের উপর দিয়ে ট্রেন চলাচল। উলুবেড়িয়া স্টেশন ও তার আশপাশে দাঁড়িয়ে পড়ে কয়েকটি লোকাল ও এক্সপ্রেস ট্রেন। উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ কুরলা এক্সপ্রেস। উলুবেড়িয়া স্টেশনে ঢোকার আগেই দাঁড়িয়ে পড়ে হাওড়া থেকে দীঘা গামী আপ কান্ডারী এক্সপ্রেস। আপ লাইন দিয়ে লোকাল ট্রেন যাতায়াত করলেও আটকে পড়ে কয়েকটি ডাউন লোকাল ট্রেন। অবশেষে প্রায় ১ ঘন্টা পরে ক্রেনের সাহায্যে বিকল লরিটিকে সরিয়ে নেওয়ার পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। লরির চালক শম্ভু ঠাকুর বলেন কলকাতা থেকে রেশনের সামগ্রী নিয়ে উলুবেড়িয়ার একটি গোডাউনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। হটাৎ করে লরির এক্সেল ভেঙে যাওয়ার ফলে লরিটি বিকল হয়ে পড়ে।

Leave a Comment