দায়িত্ববান নাগরিকদের জন্য নতুন পদক্ষেপ ইলেকশন কমিশনের c-VIGIL app -র মাধ্যমে

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদাতা : সকল ভোটার এবং দায়িত্ববান নাগরিকদের জন্য নতুন পদক্ষেপ ইলেকশন কমিশনের c-VIGIL app-র মাধ্যমে। মোবাইল ফোনে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই অ্যাপের মাধ্যমে ভোটের দিন এবং ইলেকশন ক্যাম্পেইন চলাকালীন কোনরকম কোনো রাজনৈতিক দল ও তাদের মদতদাতাদের অপ্রীতিকর ঘটনা চোখে পড়লে ছবি অথবা ভিডিও পাঠাতে পারবেন ইলেকশন কমিশনারের কাছে।সিভিজিল এর মেনু তে,FAQ গুলি ভালো করে পড়ে নেবেন।অফিসিয়াল নোটিফিকেশন জারি হওয়ার পর আপনার সিভিজিল চালু হবে। মনে রাখবেন এবারের নির্বাচনে আপনিই রাজা সিভিজিল এর সৌজন্যে। এছাড়াও ১৯৫০ নম্বরে ফোন করেও অভিযোগ বা অনুসন্ধান করা যাবে।
নিচের লিঙ্কে গিয়ে ডাউনলোড করুন-
https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil

Leave a Comment