ভেষজ আবির দিয়ে রঙের উৎসব মাতিয়ে তুলতে উদ্যোগী উলুবেড়িয়ার কাঠিলার স্বেচ্ছাসেবী সংস্থার দিব্যাং কিশোর কিশোরীরা

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : দিনকে দিন বাড়ছে ভেষজ আবিরের চাহিদা। ভেষজ আবির দিয়ে রঙের উৎসব মাতিয়ে তুলতে উদ্যোগী উলুবেড়িয়ার কাঠিলার স্বেচ্ছাসেবী সংস্থা আশা ভবন সেন্টারের আবাসিক বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর কিশোরীরা। দিন রাত ধরে গোলাপ, গাঁদা, অপরাজিত ফুল থেকে ভেষজ সুগন্ধি আবির তৈরি করে প্যাকেট বন্দী করতে ব্যস্ত সুপ্রিয়া, ফারুক, মন্টু, পূর্নিমারা। কেউ মূক ও বধির, কেউবা সেরিব্রাল পালসিতে আক্রান্ত। হাঁটা চলাতে অক্ষম। সকাল থেকেই সেন্টারের মাঠের পাশের কর্মশালায় ব্যাস্ততা তুঙ্গে। একদল ব্যস্ত ফুল থেকে পাপড়ি ছিঁড়তে। অন্যরা ব্যস্ত তার থেকে রঙ নিষ্কাশনে। চলছে আবির রোদে শুকিয়ে প্যাকেটজাত করার কাজ‌ও। কাজের দেখভালের দায়িত্বে থাকা কর্মী তপন সাউ জানান এই ভেষজ আবির পুরোপুরি পার্শ্বপ্রতিক্রিয়াহীন।এই আবিরের ব্যাবহারের ফলে ত্বকের উপর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়না। টাটকা ফুল দিয়ে তৈরি করার ফলে এর উৎপাদন খরচ একটু বেশি বলেও তিনি জানান।

তিনি আরো বলেন ফুলের পাপড়ি ছাড়িয়ে তার সাথে ১:৩ অনুপাতে টেলকম পাউডার ও অ্যারারুট মিশিয়ে , জীবাণু মুক্ত করার জন্য তার মধ্যে নীম পাতা মিশিয়ে মিক্সার মেশিনে মিক্স করার পর রোদে শুকানো হয়। শুকিয়ে যাওয়ার পর তার সাথে সুগন্ধি মিশিয়ে প্যাকেটজাত করা হয়।তিনি জানান গাঁদা ফুলের আবিরের ১০০ গ্রাম প্যাকেটের দাম ৪০ টাকা। ৫০০ গ্রামের দাম ১৭৫ টাকা এবং ১ কেজি প্যাকেটের দাম ৩০০ টাকা। পলাশ ও অপরাজিতা ফুলের আবিরের ১০০ গ্রাম প্যাকেটের দাম ৫০ টাকা। ৫০০ গ্রামের দাম ২২৫ টাকা এবং ১ কেজি প্যাকেটের দাম ৪০০ টাকা। গোলাপ ফুলের আবিরের ১০০ গ্রাম প্যাকেটের দাম ৬০ টাকা। ৫০০ গ্রামের দাম ২৭৫ টাকা এবং ১ কেজি ওজনের প্যাকেটের দাম ৫০০ টাকা। স্বেচ্ছাসেবী সংস্থার ডাইরেক্টর জন মেরী বারুই জানান আশা ভবন সেন্টারের সহযোগিতায় উলুবেড়িয়া ১ নং ব্লকের উদ্যোগে ৩০ দিনের ভেষজ আবির তৈরীর প্রশিক্ষণ কর্মশালা থেকে ভেষজ আবির তৈরীর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তিনি আরো জানান আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েরা এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই ভেষজ আবির তৈরী করছে। এই আবির ব্যাবহার করলে একদিকে যেমন ত্বকের কোনো ক্ষতি হবেনা। তেমনি এরাও অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্বচ্ছলতা পাবে। পাশাপাশি এদের দেখে আর‌ও অনেক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ উৎসাহিত হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি অনুষ্ঠানের জন্য তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ভেষজ আবির কেনা হচ্ছে বলেও তিনি জানান।

Leave a Comment