নিজস্ব সংবাদদাতা : প্রবাদপ্রতিম বাঙালি পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদ্বিশতবর্ষ চলছে। তারই মাঝে সর্বজন শ্রদ্ধেয় এই বরেণ্য ব্যক্তিত্বের তিরোধান তিথিতে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন উদ্যোগে কোলকাতার নিমতলা মহাশ্মশানে তাঁর স্মৃতি ফলক বসতে চলেছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জী নেতৃত্ব প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের আমৃত্যু সদস্য ছিলেন বিদ্যাসাগর।
উল্লেখ্য, ১৮৯১সালের ২৯ শে জুলাই মধ্যরাতে বাদুড় বাগানের বাড়িতে মারা যান বিদ্যাসাগর। পরের দিন সকালে নিমতলা মহাশ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। দুর্ভাগ্যের বিষয় এতোদিন নিমতলায় তাঁর স্মৃতি ফলক ছিল না। ১২৯ বছর পর নিমতলা ঘাটে বসতে চলেছে বিদ্যাসাগরের স্মৃতিফলক। জানা গেছে, কোলকাতা পৌরনিগমের সহযোগিতায় জমি পাওয়া গিয়েছে। সেই জমির উপরই ফলক বসানোর জোরকদমে প্রস্তুতি চলছে।