নিজস্ব সংবাদদাতা : করোনার বাড়বাড়ন্তের মধ্যেই পশ্চিমবঙ্গে যেন আশার আলো দেখা গেল। একদিনে পশ্চিমবঙ্গে করোনা-মুক্ত হয়েছেন ৫১৮ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫০৬০ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৩৮৯ জন, মৃত ১২ জন। রাজ্যে করোনায় সুস্থতার হার ৪৫.৬৩%, আজ সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হাওড়ায় নতুন করে ৪০ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ এবং মৃত ১ ও সুস্থ হয়েছেন ১ জন। এ নিয়ে হাওড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭২২ জন, মৃত ৬১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯৫ জন।

কিছুটা স্বস্তি! প্রকোপের মধ্যেই রাজ্যে একদিনে করোনা-মুক্ত ৫১৮ জন, হাওড়ায় আক্রান্ত ৪০ জন
Published on: