জাতীয় স্তরে কবাডি খেলার ছাড়পত্র পেল উত্তর দিনাজপুরের ছাত্রী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সবিতা দেবশর্মা জাতীয় স্তরে কাবাডি খেলায় অংশগ্রহণের জন্য ছাড়পত্র পেল।বৃহস্পতিবার নদীয়া থেকে সবিতার কাবাডি কোচ মিঠুন বর্মন এই খবর জানায়।কালিয়াগঞ্জ মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সবিতা কাবাডি খেলায় জাতীয় স্তরে যাবার খবর শুনেই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী বলেন সবিতার জাতীয় স্তরে যাবার সবরকম সহযোগিতা বিদ্যালয় করবে।আমরা সবিতার পাশেই আছি।ও আমাদের গর্বের মেয়ে।অপর দিকে উত্তর দিনাজপুর বিদ্যালয় ক্রীড়া সংসদের সম্পাদক প্রবীর গুহ বলেন সবিতা দেবশর্মা জাতীয় স্তরে কাবাডি খেলার জন্য নির্বাচিত হয়েছে এটা আমাদের উত্তর দিনাজপুর জেলার সমস্ত বিদ্যালয়ের গর্বের ব্যাপার।জাতীয় স্তরে খেলতে যাবার জন্য সব রকম সহযোগিতা সবিতাকে দেওয়া হবে বলে প্রবীরবাবু জানান। জানা যায় সবিতা অত্যন্ত দরিদ্র ঘরের মেয়ে।বাবা গোবর্ধন দেবশর্মা কৃষি কাজ করেই কোন রকমে সংসার চালিয়ে থাকে।সবিতার কাবাডি কোচ মিঠুন বর্মন বলেন সবিতা অত্যন্ত কষ্ট করে কাবাডি খেলে আসছে মনমোহন বালিকা বিদ্যালয়ে অনুশীলনের মাঠ না থাকায় পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে অনুশীলন করে থাকে।

Leave a Comment