ভোররাতে বীভৎস ঝড়, আরও ৪৮ ঘন্টা ঝড়বৃষ্টি চলতে পারে, জানাল আবহাওয়া দপ্তর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পূর্বাভাস ছিলই। মঙ্গলবার মধ্যরাত থেকেই হাওড়া, কোলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। বৃষ্টির সাথে ছিল ঝোড়ো হাওয়া। জানা গেছে, তিন মিনিট ধরে ঝড় হয় তিলোত্তমার বুকে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ৭১ কি.মি/ঘন্টা। বুধবার ভোরবেলা যে ঝড় হয় তা এই মরশুমের সবথেকে বড়ো কালবৈশাখী। বিগত কয়েক মরশুমের সবথেকে বেশি স্থায়ী ঝড়ও বটে। ঝড়ের জেরে হাওড়া সদরে বেশ কয়েকটি গাছ ভাঙার খবর মিলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর,আগামী ৪৮ ঘন্টায় আবারও ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও মে’এর শুরুতেই এই ঝড়-বৃষ্টি একধাক্কায় বেশকিছুটা তাপমাত্রার পারদ নামিয়েছে।