টাকা নেওয়ার অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠলো তৃনমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর ইসলামপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মিশ্রের বিরুদ্ধে। ১৫ দিনের মধ্যে ওয়ার্ডের মানুষদের টাকা না দিলে রঞ্জিত মিশ্রের বাড়ি দখল করার হুমকি দিয়েছে তারা। পলাতক ওই কাউন্সিলর।স্থানীয়সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মিশ্র বাংলা আবাস যোজনার নাম করে ওয়ার্ডের বেশ কিছু মানুষের কাছ থেকে প্রায় ২৫ লক্ষ্য টাকা নেওয়া নেওয়ার অভিযোগ উঠলো। কয়েক মাস আগে ১৪ নম্বর ওয়ার্ডের মানুষেরা তাদের সোনা গহনা সহ বাড়ির পশুদের বন্দোক দিয়ে সুধে টাকা ধার করে কাউন্সিলর রঞ্জিত মিশ্রকে দিয়েছে বলে অভিযোগ।

ওয়ার্ডের মানুষেরা ঘর না পেয়ে কাউন্সিলর বাড়িতে আসলে কাউন্সিলরের দেখা পাওয়া যায় না। দেখা পেলেও বিভিন্ন ধরনের বাহানা করছে ওই কাউন্সিলর।প্রায় এক মাস ধরে রঞ্জিতবাবুর দেখা না পাওয়ায় এদিন তার বাড়ির সামনে ধর্নায় বসেন ওয়ার্ডে প্রতারিত হওয়া মানুষেরা।তাদের অভিযোগ, এক মাস ধরে কাউন্সিলরের দেখা নেই। ঘরের জন্য রঞ্জিত মিশ্র ওয়ার্ডের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। এখন ঘরও পাচ্ছি না আর রঞ্জিত মিশ্র টাকাও দিচ্ছে না।১৫ দিন সময় দেওয়া হল। ১৫ দিনের মধ্যে টাকা না পেলে বাড়ি দখল করার হুমকি দিয়েছেন তারা। পাশাপাশি তারা আরও বলেন, সুদে টাকা নিয়ে তাকে দেওয়া হয়েছে।যতক্ষন টাকা না পাবো, ততক্ষন এই বাড়ি থেকে কোথাও যাবো না বলে জানান প্রতারিত হওয়া মানুষেরা। অন্যদিকে রঞ্জিত মিশ্রের শ্বাশুড়ি লক্ষ্মী দাস জানিয়েছেন, মানুষের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি আমাদের জানা ছিল না।

Leave a Comment