জনপ্রিয় এসএফসি কাপকে কেন্দ্র করে মেতে উঠেছে আমতার সোনামুই গ্রাম

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গায়ে সোয়েটার, চাদর। মাঠের ধারে ভিড় জমিয়েছেন কয়েক হাজার দর্শক। করোনা আবহের মধ্যেও এভাবেই ফুটবল জ্বরে মেতে উঠেছে গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের সোনামুই গ্রাম। সোনামুই ফুটবল ক্লাবের উদ্যোগে সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটবল ময়দানে শুরু হয়েছে চতুর্থ বর্ষের এস.এফ.সি কাপ।

আমন্ত্রণীমূলক এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টে চারটি দল অংশ নিয়েছে। রবিবার উদ্বোধনী ম্যাচে অংশ নেয় দাশনগর এইচবি মুভিজ ও খাঁটোরা নেতাজী সংঘ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। ট্রাইবেকারে দাশনগর এইচবি মুভিজ খাঁটোরা নেতাজী সংঘকে পরাজিত করে।

উদ্যোক্তারা জানান, প্রতিবছর আটদলের টুর্নামেন্ট হলেও এবার করোনা আবহে দাঁড়িয়ে অনিশ্চয়তা ছিল। প্রশাসনের অনুমতি নিয়ে এবার চারটি দলের খেলা অনুষ্ঠিত হবে। ৩১ শে জানুয়ারী চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ক্রীড়াপ্রেমী কিশোর-যুবক-প্রৌঢ়দের পাশাপাশি মাঠে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।