প্রথম বাঙালি হিসাবে ইউরোপের নর্থ চ্যানেল পারাপারের লক্ষ্যে নামছেন হাওড়ার রিমো

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শারীরিক প্রতিবন্ধকতা কিংবা আর্থিক প্রতিকূলতা — কোনোটাই তাকে স্বপ্ন দেখার লড়াই থেকে থামাতে পারেনি। অদম্য জেদ, ইচ্ছেশক্তি আর কঠোর অনুশীলনকে পাথেয় করে প্রথম বাঙালি হিসাবে ইউরোপের নর্থ চ্যানেল পারাপারের উদ্দেশ্যে নামছেন হাওড়ার যুবক রিমো সাহা। বেশ কয়েকদিন আগেই রিমো নর্দান আয়ারল্যান্ড পাড়ি দিয়েছেন। এখন সেখানেই জোর কদমে অনুশীলন চলছে। প্রবল ঠান্ডা জল আর শীতল আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার পালা চলছে। সব ঠিকঠাক থাকলে আগামী সোম অথবা মঙ্গলবার নর্থ চ্যানেল জয়ের উদ্দেশ্যে নামছেন হাওড়ার সালকিয়ার রিমো সাহা। রিমো শারীরিকভাবে বিশেষ সক্ষম। পোস্ট পোলিও সমস্যার জেরে রিমোর ডান পা’য়ের ৮০% প্রায় অকেজো। সেই নিয়েই তিনি ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল পার করেছেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে অজস্র জাতীয় ও আন্তর্জাতিক স্তরের সাঁতার প্রতিযোগিতার সেরার শিরোপা। এবার তাঁর লক্ষ্য ইউরোপের নর্থ চ্যানেল। প্রতিবেদককে ফোনে রিমো জানান, নর্দান আয়ারল্যান্ডের রবিস আইল্যান্ড থেকে সাঁতার শুরু হবে। শেষ হবে সাউথ-ওয়েস্ট স্কটল্যান্ডের পোর্ট প্যাট্রিকে। তিনি জানান, পথটি প্রায় ৩৫ কিমি দীর্ঘ। তবে স্রোত ও জোয়ারের কারণে প্রায় ৪৮-৫০ কিমি পথ পাড়ি দিতে হবে। পথটি পাড়ি দিতে প্রায় ১২-১৪ ঘন্টা সময় লাগবে। সমুদ্রের ঠান্ডা জল আর তার সাথে জেলিফিশের দাপট এই পথের অন্যতম অন্তরায়। তবে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে প্রথম বাঙালি হিসাবে নর্থ চ্যানেলের পাড়ে ভারতমাতার ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা ওড়াতে বদ্ধপরিকর হাওড়ার যুবক রিমো সাহা।