বিরল বাঙালি! প্রথম বাঙালি হিসাবে ইউরোপের নর্থ চ্যানেল জয় করলেন হাওড়ার রিমো

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : এ এক ঐতিহাসিক মুহুর্ত। বাঙালির হাত ধরে ইউরোপের নর্থ চ্যানেলের বুকে উড়ল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। প্রথম বাঙালি হিসাবে ইউরোপের বিখ্যাত নর্থ চ্যানেল জয় করলেন প্রখ্যাত বাঙালি সাঁতারু হাওড়ার রিমো সাহা। বুধবার সকালে ইউরোপের নর্দান আয়ারল্যান্ডের রবিস আইল্যান্ড থেকে নর্থ চ্যানেল পারাপারের উদ্দেশ্যে নামেন শারীরিকভাবে বিশেষ সক্ষম রিমো। হাড়কাঁপানো ঠান্ডা জল, সাথে জেলিফিশ সহ নানা সামুদ্রিক প্রাণীর দাপট — সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে ১৪ ঘন্টা ৩৯ মিনিট ৪১ সেকেন্ডের ম্যারাথন সাঁতার শেষে রিমো পৌঁছে যান নিজের অভীষ্ট গন্তব্য সাউথ ওয়েস্ট স্কটল্যান্ডের পোর্ট প্যাট্রিকে। রিমো জানিয়েছেন, ৪২ কিমি পথ পাড়ি দিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

বিশেষত জেলিফিশের আধিক্য, তার সাথে সাথে পোর্ট প্যাট্রিক এলাকায় পাথরের সমস্যা। তবু অদম্য জেদ, ইচ্ছেশক্তিকে পাথেয় করে বাঙালি হিসাবে ইউরোপের বুকে ইতিহাস গড়লেন হাওড়ার সালকিয়ার রিমো সাহা। রিমোর এই লড়াইয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখ্য, পোস্ট পোলিও সমস্যার জেরে তার ডান পা’য়ের ৮০% প্রায় অকেজো। তবু সে ছোটো বেলা থেকেই দুঃসাহসিক স্বপ্ন দেখতে ভালোবাসে। আর সেই স্বপ্নের ভেলায় চড়ে ইতিমধ্যেই একরত্তি রিমো জয় করেছেন ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল। এবার তার মাথায় উঠল প্রথম বাঙালি হিসাবে ইউরোপের নর্থ চ্যানেল জয়ের বিরল কৃতিত্ব। তবে এতেই থেমে থাকতে রাজি নন রিমো। তাঁর লক্ষ্য, সপ্তসিন্ধু জয়। সেই লক্ষ্যের পথেই এগিয়ে চলেছেন হাওড়ার রিমো।