নিজস্ব সংবাদদাতা : অনেক আগেই রাজ্যে শুরু হয়েছে আনলক-১, সূত্র মারফত খবর সম্ভবত শুরু হবে আনলক-২ আর তার সাথেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৩৫ জন, মারা গেছেন ১২ জন ও সুস্থ হয়েছেন ৪৬৮ জন। বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৭৩৫ জন যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৫২১৬ জন, মোট মৃত ৫১৮ জন এবং বাড়ি ফিরেছেন ৭০০১ জন।
অন্যদিকে, হাওড়া জেলাতেও আক্রান্তের হার অব্যাহত। হাওড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ জন, মারা গেছেন ২ জন ও সুস্থ হয়েছেন ১৩৮ জন। রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী হাওড়াতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯২৭ জন যার মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৪৭২ জন, মোট মৃত ৬৮ জন এবং বাড়ি ফিরেছেন ১৩৮৭ জন।
নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত ৪৩৫, হাওড়ায় ৫৭ জন
Published on: