নিজস্ব সংবাদদাতা : উড়ে বেড়ানোর ইচ্ছে গুলোর এবার ডানা মেলার পালা। সব কিছু ছাড়িয়ে ইচ্ছেগুলো ধরতে চায় আকাশটাকে। বুঝতে চায় জীবনটাকে।ওরা কেউ শারীরিক প্রতিবন্ধি তো কেউ বা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে।আর তার মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চোখধাঁধানো রেজাল্ট।ইচ্ছাডানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার এইরকম ১০ জন লড়াকু প্রতিভাকে সম্মান দিলো হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব।রবিবার বিকেলে হাওড়ার শরৎ সদন হয়ে উঠেছিল লড়াকু মেধাবীদের শিখরে ওঠার সিঁড়ি।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ,অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী রাজীব ব্যানার্জী, ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, সাংসদ প্রসূন ব্যানার্জি, প্রাক্তন মেয়র ডঃ রথীন চক্রবর্তী, পুর কমিশনার বিজিন কৃষ্ণ, জেলাশাসক মুক্ত আর্য , হাওড়া সিটি পুলিশ কমিশনার গৌরব শর্মা প্রমুখ। প্রেস ক্লাবের সম্পাদক দেবাশিস দাস জানালেন,২০১৬ সাল থেকে এই অনুষ্ঠানের শুরু।লড়াকু মেধাবীদের পাশে দাঁড়াতেই আমাদের এই প্রয়াস ক্লাবের সভাপতি মেঘদূত রায় ও অন্যতম প্রধান উদ্যোক্তা দেবাশিস চক্রবর্তী জানান, ইচ্ছেডানা লড়াকু মেধাবীদের মঞ্চ।একদিন প্রেস ক্লাবের আড্ডায় উঠে এসেছিল এই চিন্তা।প্রেস ক্লাবের সকল সদস্যদের মধ্যে সেই ইচ্ছা প্রাধান্য পেয়েছিল।আজ সেই ইচ্ছেডানা সকলের মনে জায়গা করে নিয়েছে।আমাদের ইচ্ছে আগামী দিনে আরও বেশি লড়াকু মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকা।