সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের হাতে ‘আক্রান্ত’ সাংবাদিক! নিন্দার ঝড়, প্রতিবাদ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ফের সংবাদ সংগ্রহে গিয়ে ‘আক্রান্ত’ হলেন সাংবাদিক। এবার কোনো দুষ্কৃতির হাতে নয়, সরাসরি পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সাংবাদিককে চড় মারার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর শহরে।

সূত্রের খবর, বৃহস্পতিবার মেদিনীপুর শহরে হাতি ঢুকে পড়ে। সেই খবর সংগ্রহ করতে বেরিয়েছিলেন সাংবাদিকরা। অভিযোগ, গলায় প্রেস কার্ড ঝুলিয়ে রাখা সত্ত্বেও পশ্চিম মেদিনীপুর জেলাত কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথি পাল সাংবাদিক শোভন দাসকে চড়-থাপ্পর মারতে শুরু করেন।

পাশাপাশি, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। সাংবাদিক শোভন দাস বলেন, “আমি রিপোর্টার। গলায় ঝোলানো প্রেস কার্ড  দেখার পরেও  চড় থাপ্পর মারলো। এই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।”

এই ঘটনার প্রতিবাদে নিন্দায় সরব হয়েছেন সাংবাদিকরা। শুক্রবার ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিকরা একত্রিত হয়ে জেলা পুলিশের কার্যালয়ে ডেপুটেশন দেন। বিধানসভা নির্বাচনের আগে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কারিগররা রক্ষকদের হাতে এভাবে ‘আক্রান্ত’ হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে।