করোনার জের, বাতিল কলেজের পরীক্ষাও, আগের পরীক্ষার ভিত্তিতেই ফলপ্রকাশ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : গতকালই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল এবারের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল। কিন্তু, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের পরীক্ষা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছিল। জানা গেছে, উচ্চমাধ্যমিকের মতোই একই পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, করোনার আবহে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কোনও পরীক্ষা নেওয়া যাবে না বলে উচ্চ শিক্ষা দপ্তর জানিয়েছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয় গুলিকে ইতিমধ্যেই অ্যাডভাইজারি পাঠিয়েছে সরকার। চূড়ান্ত বর্ষ বা চূড়ান্ত সেমিস্টারের পড়ুয়াদের ক্ষেত্রে আগের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ৮০ শতাংশ ও ২০ শতাংশ চূড়ান্ত বর্ষের ইন্টারনাল এসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন হবে।অন্যদিকে, অন্যান্য বর্ষের সকল পড়ুয়াকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত বর্ষের ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।