হাওড়ার রাউন্ড ট্যাংক লেনের বস্তিতে জনসংযোগ মুখ্যমন্ত্রীর

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই জনসংযোগে বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা-মন্ত্রীদের সাধারণ মানুষের বাড়ি বাড়ি পাঠানোর উদ্যোগ নিয়েছেন আগেই। ফোনে সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চালু করেছেন ‘দিদিকে বলো।’ এবার খোদ নিজেই ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী। সোজা চলে গেলেন বস্তিতে।সোমবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যাওয়ার পথেই হাওড়ার রাউন্ড ট্যাংক লেনের বস্তিতে গিয়েছিলেন তিনি। সেখানকার মানুষের ঘরে ঢুকে খোঁজখবর নেন দলনেত্রী। মুখ্যমন্ত্রীর এই আচমকা আগমেন স্বভাবতই খুশি বস্তিবাসী।

বিভিন্ন সমস্যার কথা মেটানোর জন্য বলেছেন তিনি,বসতি উন্নয়ন, জল সমস্যা সমাধানের জন্য একটি টাস্ক ফোর্স গড়ে দেন। কড়া নির্দেশ দেন, যাতে দ্রুত কাজ শুরু করে সব সমস্যার সমাধানে উদ্যোগী হয় টাস্ক ফোর্স।রাজনৈতিক মহলের একাংশের দাবি প্রশান্ত কিশোরের কথাতেই নাকি জনসংযোগের উদ্যোগ নিয়েছে মুখ্যমন্ত্রী।
এদিকে বিজেপি বলছে, বিজেপি’র সাংগঠনিক কাজকর্মকে নকল করে প্রশান্ত কিশোর তৃণমূল কংগ্রেসকে রাজ্যে বাঁচিয়ে তুলতে চাইছে। চুরি বিদ্যায় তৃনমূল জাগবে না।

Leave a Comment