নিজস্ব সংবাদদাতা : বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে কোচবিহার জেলার মাথাভাঙ্গা এলাকায়। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।অভিযোগ, বৃহস্পতিবার রাতের বেলা বিজেপি কর্মী শাহজাহান মিঞা মাথাভাঙ্গা বড়মরিচা এলাকায় তার দোকান বন্ধ করার সময় হঠাৎ ১৫ থেকে ২০ জন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এসে তাঁকে আক্রমণ করে। আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে মাথাভাঙা মহাকুমার হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কোচবিহার মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। স্থানীয় বিজেপির নেতৃত্তের অভিযোগ, জেলা জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।যদিও সমস্ত অভিযোগের কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
কোচবিহারে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
Published on: