বিহার থেকে এভারেস্ট দর্শন! তাজ্জ্যব দৃশ্য, মুহুর্তে ভাইরাল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : ঘন সবুজের মাঝখান থেকেই উঁকি মারছে মাউন্ট এভারেস্ট। বিহারের সিংহবাহিনী গ্রামের এই দৃশ্যই এখন ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, শুনতে অবাককর মনে হলেও বিহারের এই গ্রামের বাসিন্দাদের দাবি সোমবার সকালেই গ্রাম থেকে দেখা মিলেছে শ্বেতশুভ্র মাউন্ট এভারেস্টের। সকাল সকাল চোখ মেলেই অনেকে দেখেন সামনে শোভা পাচ্ছে শ্বেতশুভ্র বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। কয়েক হাজার কিলোমিটার দূরে নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্টের এহেন স্পষ্ট ঝলক দেখে উচ্ছাসে ফেটে পড়েন গ্রামবাসীরা।

মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ছবি। টুইটারে এই ছবি শেয়ার করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান, আইএফএস অফিসার সহ বহু মানুষ। উল্লেখ্য, দীর্ঘ লকডাউনের জেরে বাতাসে দূষণের মাত্রা ব্যাপকভাবে কমেছে। বেড়েছে দৃশ্যমানতা। যার ফলে ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গা থেকেই হিমালয়ের বহু শৃঙ্গের দেখা মিলেছে। তবে কী এবার সত্যিই বিহারের গ্রাম থেকে দেখা মিলল মাউন্ট এভারেস্টের – এই নিয়েই এখন কৌতুহল বিভিন্ন মহলে। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি উলুবেড়িয়া সংবাদ। চিত্রটি টুইটার থেকে সংগৃহীত।