জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায়

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল বিধায়ক শোভন চট্টোপাধ্যায়। একই সঙ্গে গেরুয়া শিবিরে নাম লেখালেন অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বুধবার দিল্লিতে বিজেপি সদর দপ্তরে গিয়ে পদ্মশিবিরে নাম লেখান শোভন-বৈশাখী। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাদের যোগদানের সঙ্গে সঙ্গেই দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক জল্পনারও অবসান ঘটল।যোগদান শেষে মুকুল রায় জানিয়েছেন, শোভন চট্টোপাধ্যায় কলকাতার মহানাগরিক ছিলেন। আগামিদিনে বিধানসভা নির্বাচনে মমতার পার্টি বিরোধী দলের মর্যাদাও হারাবে। শুধু তাই নয়, আগামীদিনে কলকাতা পুরসভাতেও জয় পাবে বিজেপি।একই সঙ্গে মুকুল রায় আরও জানান, শোভনের সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন বৈশাখী। তাঁর যোগদান আগামীদিনে বাংলায় বিজেপির শক্তি আরও বাড়বে। তিনি আরও জানিয়েছেন, যেভাবে মোদী গোটা দেশে উন্নয়নের কর্মযজ্ঞ চালাচ্ছে তা দেখেই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন শোভন।প্রসঙ্গত গত এক বছর ধরে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শোভনের। মন্ত্রী থেকে মেয়র একে একে প্রশাসনের সব পদই ছেড়েছেন শোভন। তাঁকে সরিয়ে দেওয়া হয় দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতির পদ থেকেও। প্রসঙ্গত মঙ্গলবারই দূরত্ব বাড়িয়ে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন শোভনবাবু। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধানসভার মৎস্য এবং প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তিনি । তারপর রাতেই তিনি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেন।

Leave a Comment