বিদেশে লকডাউনের জের! ভারতে কমলো জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনার দাপটে আবারও বেশ কিছু দেশ লকডাউনের পথে হেঁটেছে। তার জেরে চাহিদা কমেছে জ্বালানির। আর তার ফলেই আন্তর্জাতিক বাজারে কমেছে পেট্রোল-ডিজেলের দাম। এর প্রভাব পড়ল ভারতের জ্বালানির দামেও। কারণ, কয়েকদিন আগে পেট্রোল-ডিজেলের দাম ৫-৬ টাকা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছিল। সেটা থমকাল শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায়। ফলে আজ ৮ ই নভেম্বর নিয়ে টানা ৩৬ দিন পেট্রোলের দাম অপরিবর্তিত রইল। রবিবার একই রয়েছে পেট্রোলের দাম।

দিল্লিতে পেট্রোলের দাম ৮১.০৬ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭০.৪৬ টাকা প্রতি লিটারে৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৭.৭৪ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭৬.৮৬ টাকা৷ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮২.৫৯ টাকা৷ ডিজেলের দাম ৭৩.৯৯ টাকা৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৪.১৪ টাকা৷ ডিজেলের দাম ৭৫.৯৫ টাকা। শনিবার দিল্লিতে পেট্রোলের দাম ছিল ৮১.০৬ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭০.৪৬ টাকা প্রতি লিটারে৷ বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের দাম ৮৭.৭৪ টাকা প্রতি লিটার৷ ডিজেলের দাম ৭৬.৮৬ টাকা৷ কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৮২.৫৯ টাকা৷ ডিজেলের দাম ৭৩.৯৯ টাকা৷ চেন্নাইয়ে পেট্রোলের দাম ৮৪.১৪ টাকা৷ ডিজেলের দাম ৭৫.৯৫ টাকা।