কোলকাতায় পুর নির্বাচনের জের, গাদিয়াড়ায় বন্ধ ফেরি সার্ভিস

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কোলকাতা পুর নির্বাচনকে ঘিরে ক্রমশ উত্তাপ বাড়ছে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হচ্ছে কোলকাতা পৌরসভার ভোট। কোলকাতায় সুষ্ঠুভাবে ভোট পরিচালনা করতে তৎপর কমিশন। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শনিবার সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কোলকাতাকে। শনিবার সন্ধ্যা ৬টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি পরিষেবা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

সূত্রের খবর, এমনকি হাওড়া জেলার সমস্ত ফেরী সার্ভিসও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সেই মোতাবেক রবিবার সারাদিন গাদিয়াড়া-গেঁওখালি ও গাদিয়াড়া-নূরপুর রুটের ফেরি চলাচল বন্ধ থাকবে। নির্বাচনের আগে গঙ্গার ওপার থেকে কোলকাতায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। গাদিয়াড়া লঞ্চঘাটের ম্যানেজার উত্তম রায়চৌধুরী জানান, আমরা প্রশাসনের নির্দেশ ইতিমধ্যেই পেয়েছি। সেই মোতাবেক রবিবার গাদিয়াড়া থেকে সমস্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।