হাওড়া সিটি পুলিশের নবম বর্ষ উদযাপিত হল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : হাওড়া সিটি পুলিশের নবম বর্ষ উদযাপিত হল ঘটা করে।এই উপলক্ষে তাঁদের উদ্যোগে শনিবার সকালে পালিত হল ম্যারাথন দৌড়।যেটাকে তাঁরা বলছেন ‘রান হাওড়া রান ‘।এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহন করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষীরতন শুক্লা, হাওড়া পুলিশ কমিশনার গৌরব শর্মা ও হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা।এছারা অনেক সাধারণ মানুষেরাও এই কর্মসূচিতে অংশগ্রহন করেন।এটি শুরু হয় বেলুড় থেকে ।শেষ হয় শিবপুর পুলিশ লাইনে।তাঁরা প্রায় দশ কিমি পথ অতিক্রম করেন।শেষে শিবপুর পুলিশ লাইনে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, ” এই ম্যারাথনের উদ্দেশ্য সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির প্রচার, পরিবেশ পরিস্কার ও সবুজ পরিবেশ গড়ে তোলা।” এই কর্মসূচির শেষে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে রাস্তার ধারে নোংরা -আবর্জনা পরিস্কার ও খালি প্ল্যাস্টিকের বোতল তুলে ফেলে দেওয়া হয়।

Leave a Comment