ছাত্র-ছাত্রীদের স্কুলসামগ্ৰী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল হাওড়ার একটি ক্লাব

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : স্কুলের ছাত্রছাত্রীদের হাতে স্কুলসামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ২০ তম রক্তদান শিবির পালন করল হাওড়ার জগাছার ধাড়সা ইয়ূথ এসোসিয়েশন ক্লাব।ক্লাবের সম্পাদক তপন দাস জানান , জগাছার বিভিন্ন প্রাথমিক স্কুলের গরীব ছাত্রছাত্রীদের হাতে তাঁরা স্কুল সামগ্রী তুলে দেন। সংগঠনের অন্যতম প্রধান কর্মকর্তা শেখর পাঁজা ও তাপস পাল জানান, স্কুলসামগ্রী বিতরণের পাশাপাশি যেহেতু এবছর ৭৩ তম স্বাধীনতা দিবস তাই ৭৩ টি বৃক্ষরোপণ করেন তাঁরা। তাঁদের মতে , যেভাবে শিল্প ও আবাসনের বিস্তারে প্রকৃতি বিপন্ন তা রোধ করার জন্যই তাঁদের এমন উদ্যোগ।এই অনুষ্ঠানে পান্ডব গোয়েন্দা খ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টপাধ্যায়, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহেন্দ্র শর্মা, সমাজসেবী গৌতম মন্ডল , হাওড়া জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর নির্মলেন্দু চট্টোপাধ্যায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এছাড়া বাংলা চলচ্চিত্র জগতের উঠতি নায়ক – নায়িকারাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।এই রক্তদান শিবিরে ৫০ জন রক্ত দান করেন।সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন সঞ্জয় মুখার্জি।

Leave a Comment