নিজস্ব সংবাদদাতা : সবার শরীরে লাল হলুদ জার্সি।চলছে এগিয়ে যাবার গান।মাথায় তাঁদের হলুদ টিলক।হচ্ছে মিছিলও।কোলকাতার পর হাওড়াতে এভাবেই সমর্থকরা পালন করলেন ইস্টবেঙ্গলের শতবর্ষ । পায়ে পা মিলিয়ে রবিবার সকাল ন’টা নাগাদ হাওড়ার বালি ও বেলুড়ের লাল হলুদ ব্রিগেডের সদস্যরা এবং বালি নিশ্চিন্দা অঞ্চলে ইস্টবেঙ্গল সমর্থকরা পালন করল এই ঐতিহাসিক মূহুর্ত। বেলুড় নতুন বাজার থেকে তাঁরা ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন করলেন মিছিল করে। লাল হলুদ জার্সি পড়ে ঢাক ঢোল নিয়ে কয়েক হাজার মানুষ বালির বিভিন্ন অঞ্চলে শতবর্ষ দিনটাকে চির স্মরণীয় করে রাখার জন্য পদযাত্রা করলেন। গান বাজনার মাধ্যমে উৎসাহিত সমর্থকরা আনন্দ উৎসবে ভেসে গেলেন এদিন।রবিবার সকাল উত্তর হাওড়ার রাস্তার রং ছিল লাল হলুদ তা বলা যেতেই পারে।
হাওড়ায় মিছিল ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে
Published on: