নিজস্ব সংবাদদাতা : গতকাল বিকেল ৫ টা’র পর থেকে রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে কড়াকড়ি লকডাউন শুরু হয়েছে। তারই মাঝে রাজ্যে একধাক্কায় আক্রান্তের সংখ্যা অনেকটা বাড়ল। স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে ১০৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃতের সংখ্যা ২৭। অর্থাৎ, একধাক্কায় এখনো অব্ধি রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫,৯১১। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৫৪। রাজ্যে বর্তমানে আক্টিভ রোগীর সংখ্যা ৮,২৩১। পক্ষান্তরে, হাওড়া জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ৩ জন। রাজ্যে এখনো পর্যন্ত ১৬,৮২৬ জন সুস্থ হয়েছেন।
একদিনে রাজ্যে আক্রান্ত ১০৮৮, মৃত ২৭
Published on: