নিজস্ব সংবাদদাতা : গতকাল সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, এরাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৫ জন। অর্থাৎ, বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯১৭০, মৃত ৬৮৩। অন্যদিকে, হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। গত একদিনে হাওড়া জেলায় নতুন করে ৭৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে, মারা গেছেন ২ জন। গত একদিনে ৩৯৮ জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ, এখনো অব্ধি এরাজ্যে মোট ১২৫২৮ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ৬১১, হাওড়ায় ৭৮
Published on: