নিজস্ব সংবাদদাতা : শহীদ দিবস উপলক্ষ্যে আগামী ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের ডাকে ‘ধর্মতলা চলো’ অনুষ্ঠিত হতে চলেছে। এই সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিকে সামনে রেখে রবিবার উলুবেড়িয়ার রবীন্দ্র ভবনে উলুবেড়িয়ায় পূর্ব কেন্দ্রের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। এদিনের সভা থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের বেশ কিছু পরামর্শ দেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। তিনি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে বাসের পরিবর্তে দলীয় কর্মী-সমর্থকদের ট্রেনে করে কোলকাতার সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরামর্শ দেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
পাশাপাশি, ট্রেনের বাইরে যাতে কোনো ভাবে কেউ না ঝোলেন সে ব্যাপারেও সকলকে সতর্ক করেন। এবিষয়ে দলীয় নেতৃত্বদেরও দায়িত্ব নেওয়ার কথা তিনি বলেন। এদিন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলেন, ২১ শে জুলাইয়ের আগে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের ২৪১টি বুথে, ৩২টি ওয়ার্ডে এবং দু’টি অঞ্চলে প্রস্তুতি সভা করতে হবে। মন্ত্রী পুলক রায়ের পাশাপাশি এদিনের সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।