শিক্ষাক্ষেত্রে রাজ্যের সেরা শিরোপা পেল উত্তর দিনাজপুরের ইসলামপুর হাইস্কুল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শিক্ষারক্ষত্রে দিনের পর দিন মান উন্নয়ন, মাধ্যমীক ও উচ্চ মাধ্যমীকে বিগত কয়েক বছর ধরে ভালো ফল করা সহ বিভিন্ন দিক থেকে রাজ্যের সেরা স্কুলের শিরপা পেল কলকাতা শহর পেরিয়ে এবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাই স্কুল।রাজ্যের মধ্যে সেরা শিরোপা পাওয়ায় পাওয়ায় উচ্ছ্বসিত রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্র মন্ত্রী তথা স্কুলের শিক্ষক গোলাম রব্বানী,এছাড়াও ইসলামপুর পুররসভার পুরপ্রধান তথা স্কুলের শিক্ষক এবং প্রাক্তন ছাত্র কানাইয়ালাল আগরওয়াল সহ স্কুলের ছাত্র থেকে শুরু করে শিক্ষক মন্ডলী সহ জেলাবাসি।এই আনন্দের সংবাদ পাওয়ার পড় মন্ত্রী গোলাম রব্বানী ও পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল স্কুলে গিয়ে স্কুলে ছাত্রদের পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক মন্ডলীদের সাথে এত বড় সন্মান পাওয়ায় আনন্দো ভাগ করে নেন। তারা জানান আনন্দ আজ খুব বেশি বর্তমান রাজ্য সরকার পক্ষ থেকে রাজ্যের শিক্ষা দপ্তর এত বড় সন্মান প্রদান করায় আমরা খুব গর্বিত। স্কুলের কিছু সমস্যা রয়েছে সে সমস্যাগুলো দূরীকরণ করা হবে সে ক্ষেত্রে তারা উদ্যোগী হবেন বলে জানান। আগামী ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস দিন স্কুলের সেরার শিরোপা তুলে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে।এখন সুধু সময়ের অপেক্ষা।

Leave a Comment