বজ্র-বিদ্যুৎ-সহ প্রবল বর্ষণে জলবন্দি শহর কলকাতা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : টানা প্রায় একঘণ্টার বজ্র-বিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ। আর তাতেই কার্যত জলবন্দি হয়ে পড়ল শহর কলকাতা। থমকে গেল যানবাহনের গতি। নাকাল হলেন পথে বেরনো সাধারণ মানুষ।ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বাজ পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বাজ পড়ার কারণে আরও ১৭ জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তাঁরা টিকিট কাউন্টারে আশ্রয় নিয়েছিলেন। তখনই তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। তিনি দমদমের বাসিন্দা। নাম সুবীর পাল। ঘটনাস্থলে পৌঁছেছে হেস্টিংস থানার পুলিশ।অন্যদিকে রিজেন্ট পার্কেও বাজ পড়ে গুরুতর আহত হয়েছেন এক জন। তাঁকে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, তাঁর অবস্থাও বেশ আশঙ্কাজনক।শুক্রবার দুপুর বেলাতেই এইরকম বৃষ্টি নামায় কলকাতার বেশ কিছু রাস্তা জলমগ্ন হয়ে পড়ে৷এদিন যান চলাচল ব্যাহত হয় কমবেশি শহরের সব রাস্তাতেই। বিভিন্ন সিগনালে ট্রাফিক পুলিশ না থাকায় যান যন্ত্রণা আরও জটিল হয়েছে এদিন। প্রবল বর্ষণে এদিন জল দাঁড়িয়ে যায় কলকাতা বিমানবন্দরের টারম্যাকেও। ফলে প্রায় আধ ঘণ্টার মতো ব্যাহত হয় বিমান ওঠানামা।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল শুক্রবার বৃষ্টির দাপট বাড়বে৷ ইতিমধ্যে কলকাতা পুরসভায় জরুরি বিভাগের চালু করা হয়েছে কন্ট্রোল রুম। সমস্ত পাম্পিং স্টেশন চালু করা হয়েছে।

Leave a Comment