নিজস্ব সংবাদদাতা : এযেন ভাঙা আর গড়ার খেলা। একদিন রেকর্ড গড়ে তো পরের দিনই সেই রেকর্ডকে ছাপিয়ে যায়। ক্রিকেট কিমবা ফুটবলের কোনো রেকর্ড নয়, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এভাবেই প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে চলেছে। গতকাল সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে ৬৫২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে এবং করোনায় মারা গেছেন ১৪ জন। অর্থাৎ, এরাজ্যে এখনো অব্ধি করোনা মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৫৫৯ ও মৃত ৬৬৮। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে এ রাজ্যে এক্টিভ কেসের সংখ্যা ৫৭৬১। এখনো পর্যন্ত ১২১৩০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে।
অন্যদিকে, হাওড়াতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে এবং করোনায় মারা গেছেন ২ জন। অর্থাৎ, হাওড়ায় এখনো অব্ধি করোনা মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯২ ও মৃত ৯৭। স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে হাওড়াতে এক্টিভ কেসের সংখ্যা ৭৬৫। এখনো পর্যন্ত ১৮৩০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে।
রাজ্যে করোনা সংক্রমণ অব্যাহত, একদিনে নতুন করে আক্রান্ত ৬৫২, মৃত ১৫
Published on: