নিজস্ব সংবাদদাতা: এযেন ভাঙা গড়ার খেলা। সে-ই ভাঙা গড়ার খেলার মাধ্যমেই এরাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বাংলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২২ জন। হাওড়ায় নতুন করে ৯৭ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। এখনো অব্ধি পশ্চিমবঙ্গে মোট সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,২৩৫ জন। এই মুহূর্তে বাংলায় করোনা অ্যাকটিভ রয়েছে মোট ৬৯৭৩ জনের দেহে।
একদিনে রাজ্যে আক্রান্ত ৮৬১, মৃত ২২, হাওড়ায় আক্রান্ত ৯৭
Published on: