আক্রান্ত আনিসের ভাই, প্রতিবাদে আমতা থানার সামনে বাম ছাত্র-যুবদের বিক্ষোভ, মিছিল

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার মধ্যরাতে আমতার ছাত্রনেতা আনিস খানের ভাইয়ের উপর হামলার ঘটনায় ফের সরগরম রাজনীতি। এই ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে আমতা থানার সামনে বিক্ষোভ দেখাল বাম ছাত্র-যুবরা। এদিন বিকালে আমতা শহরে মিছিল করার পাশাপাশি থানার সামনে বিক্ষোভ দেখায় শ’খানেক বাম ছাত্র-যুব। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। উল্লেখ্য, এই ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে আমতা থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বাম ছাত্র-যুবরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

এদিনের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন হাওড়া জেলা ডিওয়াইএফআইয়ের নেতা সরোজ দাস, সুভাষ দে সহ অন্যান্যরা। অভিযোগ, আনিস খানের কাকার ছেলে তথা আনিস কান্ডের অন্যতম সাক্ষী সালমান খানের উপর শুক্রবার রাতে হামলা চালায় দুষ্কৃতীরা। সালমানের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সালমান এখন উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আনিস কান্ডের সাক্ষ্য লোপাট করতেই এই হামলা বলে অভিযোগ করেন আনিসের বাবা সালেম খান। আনিসের দাদার উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে এবার পথে নামল বাম ছাত্র-যুবরা।