নিজস্ব সংবাদদাতা : ফের বড়োসড়ো সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ।চুরির ৫৭ টি নামিদামি কোম্পানির মোবাইল ফোন সহ গ্রেফতার এক ব্যক্তি।গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অভিযান চালাই পুলিশ।পুলিশ সূত্রে জানাগেছে, ধৃতের নাম তাসলিম শেখ(২৮)।কালিয়াচক থানার পূর্ব বাহাদুরপুর এলাকার বাসিন্দা।সোমবার গভীর রাতে কালিয়াচক চৌরঙ্গী এলাকা থেকে পুলিশ ধৃতকে গ্রেফতার করে।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৭ টি নামিদামি কোম্পানির মোবাইল ফোন।যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ টাকা।পুলিশ জানিয়েছে, গোপনসূত্রের খবরের ভিত্তিতে কালিয়াচক থানার আইসি আশিস দাসের নেতৃত্বে পুলিশ হানা দেয় চৌরঙ্গী এলাকায়।মোবাইল গুলি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি করা।মোবাইল গুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিলো।তবে তার আগেই পুলিশ ধরে ফেলে।এদিন ধৃতকে মালদা জেলা আদালতে পেস করেছে পুলিশ।
নামিদামি কোম্পানির একাধিক মোবাইল সহ কালিয়াচকে গ্ৰেফতার এক ব্যক্তি
Published on: